ঢাকা, ৩১ মে (হি. স.) : বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের রহস্যমৃত্যুর দায়ে ধৃতদের আরও ৫ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ঢাকার আদালত।
এই খুনের ঘটনায় গত ২৩ মে সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, ফয়সাল আলী সাজী ওরফে তানভীর ভূঁইয়া এবং সিলিস্তি রহমানকে গ্রেফতার করে বাংলাদেশের পুলিশ। তাদের ৮ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। শুক্রবার আবার ওই তিনজনকে তোলা হয় আদালতে। এদিন তাদের আরও পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ঢাকার আদালত।
এদিকে, কী কারণে আনারকে হত্যা করা হয় তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। তবে এই ঘটনায় ধৃতদের জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি পুলিশের।