আগরতলা, ৩০ মে: গত ১৫ দিন যাবৎ বিদ্যুৎ সমস্যায় ভুগছেন সোনামুড়া দুর্গাপুরের বাসিন্দারা। তীব্র দাবদাহের মধ্যে এলাকাবাসীরা দিন কাটাচ্ছেন।আজ বাধ্য হয়ে ক্ষুব্ধ এলাকাবাসী সোনামুড়া বিদ্যুৎ দপ্তরে তালা ঝুলিয়ে দিয়েছেন।
জনৈক এলাকাবাসী জানিয়েছেন, গত ১৫ দিন ধরে বিদ্যুৎ সমস্যায় ভুগছেন সোনামুড়া দুর্গাপুরের বাসিন্দারা। ওই এলাকায় শতাধিক পরিবার বসবাস করেন। ১৫ দিন ধরে ট্রান্সফরমার নষ্ট হয়ে পড়ে রয়েছে। এ বিষয়ে বিদ্যুৎ দপ্তরের নিকট মৌখিক ও লিখিত অভিযোগ করা হলেও সমস্যার সমাধানে কেউ কর্ণপাত করেননি। আজ বাধ্য হয়ে ক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যুৎ দফতরে তালা ঝুলিয়ে দিয়েছেন।