BRAKING NEWS

প্রথম ইনিংসে লিড নিয়ে এ ডিভিশন সুপারে চ্যাম্পিয়নের দোরগোড়ায় চলমান

কসমোপলিটন-‌১১১

চলমান সঙ্ঘ-‌১২০/‌৬

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রত্যাশা অনুযায়ীই ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। স্কিল এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে খেলে প্রথম ইনিংসে লিড নেওয়ায় মূল্যবান ৩ পয়েন্ট পেয়ে গেলো চলমান সংঘ। এর সুবাদে খেতাবের দৌড়ে এক কদম এগিয়ে গেলো চলমান সঙ্ঘ। ২ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে। শেষ ম্যাচে পোলস্টারের বিরুদ্ধে লিড নিতে পারলেই খেতাব জয় করে নেবে তপন কুমার দেবের দল। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত প্রথম ডিভিশনের সুপার ফোরে। প্রথম ম্যাচে হার্ভের বিরুদ্ধে ৩ পয়েন্ট পাওয়ার পর বুধবার কসমোপলিটনের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিয়ে ৩ পয়েন্ট পেয়ে খেতাবের কাছাকাছি চলে গেলো চলমান সঙ্ঘ। মঙ্গলবার রেমালের তান্ডবে প্রথম দিনের খেলা ভন্ড হয়েছিলো। পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে দ্বিতীয় দিনে কসমোপলিটনের গড়া ১১১ রানের জবাবে চলমান সঙ্ঘ ৬ উইকেট হারিয়ে ১২০ রান করে। পরে দুদলের অধিনায়কের সম্মতিক্রমে ম্যাচটি অমিমাংশিতভাবে শেষ হয়। ম্যাচে চলমান সঙ্ঘের অঙ্কিত বিশ্বকর্মা এবং জয়দেব দেব ৩ টি করে উইকেট দখল করেন। প্রথম ইনিংসে পিছিয়ে পড়ায় খেতাবের দৌড় থেকে কার্যত ছিটকে গেলো কসমোপলিটন ক্লাব। ২ ম্যাচ খেলে কসমোপলটিনের পয়েন্ট ৪। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে চলমানের পেস স্পিন আক্রমণের মুখে শুরু থেকেই মুখ থুবড়ে পড়ে কসমোপলিটন ক্লাব। দলের কোনও ক্রিকেটারই বড় স্কোর গড়তে ব্যর্থ হয়। পঞ্চম উইকেটে শঙ্কর পাল এবং সম্রাট সিনহা যদি ৫৪ রান যোগ করতে না পারতেন তাহলে দলীয় স্কোর আরও কম হতো। কসমোপলিটন ৩১.‌৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১১ রান করে। দলের পক্ষে শঙ্কর পাল ২৯ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫, সম্রাট সিনহা ৪১ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫, শরদ বরণ সিনহা ৪৮ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ এবং বাবুল দে ২৮ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। চসমান সঙ্ঘের পক্ষে অঙ্কিত বিশ্বকর্মা ১৯ রানে, জয়দেব দেব ২৭ রানে ৩ টি করে , কৃষ্ণধন নম:‌ ১৯ রানে এবং দেবোত্তম ঘোষ ২৬ রানে ২ টি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে চলমান সঙ্ঘ ৩০.‌৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২০ রান করার পর দুই অধিনায়েকর সম্মতিক্রমে ম্যাচ অমিমাংশিতভাবে শেষ হয়। চলমানের পক্ষে সাহেল দেববর্মা ৪৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩৬ (‌অপ:‌),সোমেন মহান্তি ৪৬ বল খেলে ২১, সুমিত যাদব ২৪ বল খেলে ৩ টি  বাউন্ডারির সাহায্যে‌ ১৬,রাহুল হোসেন ৩৮ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৩, জয়দেব দেব ১১ বল খেলে ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। কসমোপলিটনের সঞ্জীব শর্মা ৩৮ রানে ২ টি উইকেট দখল করেন। এদিকে টি আই টি মাঠে হার্ভে এবং পোলস্টার ক্লাবের ম্যাচের দ্বিতীয় দিনেও এক বলও হয়নি। ফলে দুদলকেই ১ পয়েন্ট করে দেওয়া হয়। ২ ম্যাচ খেলে ওই দুদলের পয়েন্ট ২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *