আগরতলা, ২৯ মে: বিদ্যুত পরিষেবার দাবিতে পথ অবরোধে সামিল হয়েছেন অভয়নগর ব্লাডসান ক্লাব সংলগ্ন ভেটেনারি রোডের এলাকাবাসী। তীব্র দাবদাহের মধ্যে গত ২৪ ঘণ্টা যাবৎ বিদ্যুতের সমস্যায় ভুগছেন তাঁরা। অবশেষে গতকাল রাতে সমস্যার সমাধান না পেয়ে সড়ক অবরোধে বসেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা এবং অবরোধকারীদের সাথে কথা বলেছে। প্রশাসন আশ্বাস দিয়েছে, এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন স্থানীয় মানুষ।
জনৈক অবরোধকারী জানিয়েছেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গত ২৪ ঘণ্টা যাবৎ বিদ্যুৎ সমস্যায় ভুগছেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, এ বিষয়ে বিদ্যুৎ দপ্তরের নিকট মৌখিক ও লিখিত অভিযোগ করা হলেও সমস্যার সমাধানে কেউ কর্ণপাত করেননি। এমনকি সংস্থার কর্মীরা সংশ্লিষ্ট এলাকায়ও যাওয়ার প্রয়োজনবোধ করেননি। তাই, জনগণ বাধ্য হয়ে গতকাল রাতে বিদ্যুৎ পরিষেবার দাবিতে সড়ক অবরোধ করেন। তাঁদের দাবি, নিয়মিত ওই এলাকায় জল সরবরাহ ও বিদ্যুৎ পরিষেবা প্রদান করতে হবে।