ওডিশা, ২৯ মে (হি. স.): দেশে সাত দফা নির্বাচনের মধ্যে বাকি আর মাত্র এক দফার ভোট। তার আগেই বড় পদক্ষেপ করলো ভারতের নির্বাচন কমিশন। ওডিশার মুখ্যমন্ত্রীর বিশেষ সচিবকে সাসপেন্ড করলো কমিশন।
বুধবার জানা গেছে, ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বিশেষ সচিব হিসেবে কর্মরত বরিষ্ঠ পুলিশ আধিকারিক (আইপিএস) ডিএস কুটেকে সপ্তম দফার নির্বাচনের আগে বরখাস্ত করেছে ভারতের নির্বাচন কমিশন। বরিষ্ঠ পুলিশ আধিকারিক ডিএস কুটের বিরুদ্ধে রাজ্যে একযোগে লোকসভা এবং বিধানসভা নির্বাচন প্রভাবিত করা এবং নির্বাচন পরিচালনায় সরাসরি অনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে।