BRAKING NEWS

মায়ানমারে ৫.৬ প্রাবল্যের ভূমিকম্প, কেঁপেছে অসম, মেঘালয় ও মণিপুর

গুয়াহাটি, ২৯ মে (হি.স.) : আজ বুধবার সন্ধ্যারাত ০৬টা ৪৩ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্প সংঘটিত হয়েছে মায়ানমারে। এর ঝটকা লেগেছে অসমের গুয়াহাটি, মেঘালয়ের শিলং এবং মণিপুরের একাংশ। রিখটার স্ক্যালে ভূকম্পনের তীব্রতা ছিল ৫.৬। তবে ভূমিকম্পে কোনও হতাহত বা অন্যান্য ক্ষয়ক্ষতির খবর এখন পর্য়ন্ত পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি (এনসিএস)-র প্ৰকাশিত তথ্যে জানা গেছে, আজ সন্ধ্যারাত ০৬:৪৩:২৬টায় সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল ছিল মায়ানমারের ভূপৃষ্ঠের ১১০ কিমি গভীরে ২৩.৪৬° উত্তর অক্ষাংশ এবং ৯৪.৫৪° পূর্বে।

এনসিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল মায়ানমারে হওয়ায় এর ঝটকা অসম, মণিপুর এবং মেঘালয়ের কিছু অংশে অনুভূত হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ৮ মে ভোর ০৪টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ড মৃদু ভূমিকম্পে কেঁপেছিল উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের লোয়ার সুবনশিরি জেলা। রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ছিল ৩.১। এছাড়া গত ১ মে সন্ধ্যায় নাগাল্যান্ডের মন জেলা থেকে ৯০ কিলোমিটার দূরে রিখটার স্ক্যালে ৪.০ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *