রাজকোটের গেমিং জোন অগ্নিকাণ্ড : রাজস্থান থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত

আহমেদাবাদ, ২৮ মে (হি.স.): গুজরাটের রাজকোটের গেমিং জোনে ভয়াবহ অগ্নকাণ্ডের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম ধওয়াল ঠক্কর। সোমবার তাঁকে রাজস্থানের আবু রোডে তাঁর এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। সেখানে ওই আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিল ধওয়াল। গেমিং জোনে অগ্নিকাণ্ডের ঘটনায় এই নিয়ে মোট চার জনকে গ্রেফতার করল পুলিশ।

গত শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে ইতিমধ্যে ২৭ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ন’টি শিশুও ছিল। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে। পুলিশ গেমিং জোনটির অন্যতম মালিক যুবরাজ সিং সোলাঙ্কি, রাহুল রাঠৌড় এবং ম্যানেজার নীতীশ জৈনকে গ্রেফতার করেছে। বাকি অংশীদারদের নামে এফআইআর দায়ের করা হয়েছে। তাঁদের খোঁজ চলছে।

বনসকাঁথার পুলিশ সুপার অক্ষয়রাজ মাকওয়ানা জানিয়েছেন, ধওয়াল কর্পোরেশনের স্বত্বাধিকারী ধওয়াল ঠক্কর, যেটি রেসওয়ে এন্টারপ্রাইজের পাঁচ অংশীদারের সঙ্গে টিআরপি গেম জোন পরিচালনা করেছিল, তাঁকে রাজস্থানের আবু রোড থেকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে মোট চার জনকে গ্রেফতার করল পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *