মালদা, ২৬ মে (হি.স.) : দুই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার তিন যুবক। ধৃত তিন যুবককে পুলিশি হেপাজতের আবেদনে রবিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। অন্যদিকে, শারীরিক পরীক্ষা করিয়ে দুই নাবালিকাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই নাবালিকা কালিয়াচকের শাহবাজপুর এলাকায় আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসেছিল। সেখানেই তাদের পরিচয় হয় এলাকারই তিন যুবকের সঙ্গে। অভিযোগ, শুক্রবার বিকেলে দুই নাবালিকাকে লিচু বাগানে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে ওই তিন যুবক। চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে দুই নাবালিকাকে উদ্ধার করেন। এরপর শনিবার এই ঘটনায় নাবালিকার পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে সমদ শেখ(১৯), শাহিন শেখ(১৮) ও মাবুদ শেখকে(১৯) গ্রেফতার করে পুলিশ। ধৃতদের এদিন পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।