ষষ্ঠ দফায় দেশের ৫৮টি আসনে চলছে ভোটগ্রহণ, ভাগ্য নির্ধারণ ৮৮৯ জন প্রার্থীর

নয়াদিল্লি, ২৫ মে (হি.স.): লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় শনিবার দেশের ৬টি রাজ্য ও দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮টি সংসদীয় আসনে হচ্ছে ভোটগ্রহণ। এই দফায় ভাগ্যপরীক্ষা হচ্ছে মোট ৮৮৯ জন প্রার্থীর। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাতটা থেকে এবং চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই দফায় উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন – বিজেপির বাঁসুরি স্বরাজ, মনোজ তিওয়ারি, কংগ্রেসের কানহাইয়া কুমার। এছাড়াও এই দফায় ভাগ্যপরীক্ষা হচ্ছে মানেকা গান্ধী, মেহবুবা মুফতি, সম্বিত পাত্র প্রমুখ হেভিওয়েট প্রার্থীর। হরিয়ানায় ভোটের লড়াইয়ে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার (কারনাল), শিল্পপতি নবীন জিন্দল (কুরুক্ষেত্র) এবং কংগ্রেসের রাজ বব্বর (গুরুগ্রাম)।

দেশবাসীকে ভোট দেওয়ার আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে মোদী লেখেন, “আমি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় যাঁরা ভোট দিচ্ছেন তাঁদের সকলকে বিপুল সংখ্যক ভোট দেওয়ার অনুরোধ করছি। প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ। গণতন্ত্র বিকশিত হয় যখন জনগণ নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় ভাবে যুক্ত হয়। আমি বিশেষ করে মহিলা ভোটার এবং যুবদের বেশি সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।”

যে ৫৮টি আসনে শনিবার ভোটগ্রহণ হচ্ছে, সেগুলি দেখে নেওয়া যাক :

পশ্চিমবঙ্গ (৮টি আসন) : বাঁকুড়া, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম (এসটি), মেদিনীপুর, পুরুলিয়া ও বিষ্ণুপুর (এসসি)।

দিল্লি (৭টি সংসদীয় আসনেই ভোট হবে ষষ্ঠ দফায়) : চাঁদনি চক, উত্তর পূর্ব দিল্লি, পূর্ব দিল্লি, নতুন দিল্লি, উত্তর পশ্চিম দিল্লি ও দক্ষিণ দিল্লি।

বিহার (৮টি লোকসভা কেন্দ্র) : বাল্মীকি নগর, পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, শেওহর, বৈশালী, গোপালগঞ্জ (এসসি), সিওয়ান ও মহারাজগঞ্জ।

হরিয়ানা (১০টি আসন) : আম্বালা, কুরুক্ষেত্র, সিরসা, হিসার, কার্নাল, সোনিপত, রোহতক, ভিওয়ানি-মহেন্দ্রগড়, গুরগাঁও, ফরিদাবাদ।

জম্মু ও কাশ্মীর (একটি আসন) : অনন্তনাগ-রাজৌরি।

ঝাড়খণ্ড (৪টি আসন): গিরিডিহ, ধানবাদ, রাঁচি, জামশেদপুর।

ওডিশা (৬টি লোকসভা আসন) : ভুবনেশ্বর, পুরী, ঢেঙ্কানাল, কেওনঝার (এসসি), কটক ও সম্বলপুর।

উত্তর প্রদেশ (১৪টি আসন) : সুলতানপুর, প্রতাপগড়, ফুলপুর, এলাহাবাদ, আম্বেদকর নগর, শ্রাবস্তী, ডুমারিয়াগঞ্জ, বাস্তি, সন্ত কবির নগর, লালগঞ্জ, আজমগড়, জৌনপুর, মছলিশহর ও ভাদোহি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *