লিচু গাছ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু ছাত্রের

আগরতলা, ২৪ মে: লিচু গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়েছিল নবম শ্রেণির ছাত্র। আজ সকালে জিবি হাসপাতালে চিকিৎসাধীনে অবস্থায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল বিদ্যালয়ের পাশে গাছ থেকে পড়ে লিচু পারতে গিয়েছিল বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত গুলিরাই বাড়ি এলাকায় দিলীপ দেববর্মা(১৩)। সে পাথালিয়াঘাট স্কুলের নবম শ্রেণীতে পাঠরত ছিল কিন্তু লিচু গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়েছিল। পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক জিবি হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।