ক্রীড়া প্রতিনিধি, আগরতলা। হলিক্রশ স্কুল ফাইনালে। স্কুলের ছাত্ররা এটাই প্রমাণ করতে চাইছে যে, তারা পড়াশোনায় যেমন এগিয়ে তেমনি খেলাধুলায়ও দিনকে দিন অন্যদের থেকে অনেকটা ছাপিয়ে যেতে চাইছে। খেলা সদর আন্তঃ স্কুল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের। আয়োজক ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। এবারকার আসরের প্রথম সেমিফাইনাল ম্যাচে শুক্রবার হলিক্রশ স্কুল ও নিউ হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুল পরস্পরের মুখোমুখি হয়েছিল। সকাল সাড়ে আটটা নাগাদ ম্যাচ শুরুতে টস জিতে হলিক্রশ স্কুল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে দ্বিগবিজয়ের ৭৮ রান এবং দেবজ্যোতি পালের ৩৮ রান উল্লেখযোগ্য। দ্বিগবিজয় ৪২ বল খেলে ১০ টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে দলের স্কোর সমৃদ্ধ করার পাশাপাশি প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও ছিনিয়ে নেয়। নিউ হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুলের আদিত্য ধানুক ৪২ রানে দুটি এবং শিবম্ শিবম একটি উইকেট তুলে নেয়। জবাবে ব্যাট করতে নেমে নিউ হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুল যথেষ্ট বুঝেশুনে খেলে জয়ের অনেকটা কাছাকাছি পৌঁছালেও শেষ রক্ষা করতে পারেনি। পাঁচ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করতেই নির্ধারিত ২০ ওভার ফুরিয়ে যায়। হর্স বানসাল সর্বাধিক ৪১ রান পেয়েছিল। হর্ষ ২২ বল খেলে দুটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি মেরে ৪১ রান সংগ্রহ করে দলকে অনেকটা এগিয়ে দিলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা সম্ভব হয়নি। অধিনায়ক শিবম শিবমের ৩৭ রান এবং দিলীপ যাদবের ৩১ রান উল্লেখ করার মতো। ষষ্ঠ উইকেটের ছুটিতে মুন্না কুমার রায় ও অঙ্কিত কুমার যথেষ্ট চেষ্টা করেও দলকে জয় এনে দিতে পারেনি। হলিক্রশ স্কুলের পিটারসন রিয়াং ১৪ রানে দুটি উইকেট তুলে নেয়। তাছাড়া, দ্বিগবিজয়, অভিনব তাঁতি ও দেবজ্যোতি পাল প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। রোমাঞ্চকর ভাবে ছয় রানের ব্যবধানে জয় ছিনিয়ে হলিক্রশ স্কুল এবারকার সদর আন্তঃ স্কুল ক্রিকেটের ফাইনালে খেলবে।