পুঞ্চ, ২৪ মে (হি.স.) : পুঞ্চে দুর্ঘটনার কবলে সিআরপিএফ জওয়ানদের একটি গাড়ি । দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে। এতে দুই জওয়ান আহত হয়েছে।
সিআরপিএফ কর্মীদের নিয়ে একটি সিভিল বাস ইলেকট্রনিক-ভোটিং-মেশিন (ইভিএম) সংগ্রহ করতে সজিয়ান মান্ডি থেকে পুঞ্চের দিকে যাচ্ছিল । এরপর চাকট্রো এলাকায় একটি কালভার্টে আঘাত করার পরে রাস্তা থেকে পিছলে যায় বাসটি।
এক আধিকারিক বলেছেন, এই দুর্ঘটনায় ঘটনায় দুই জওয়ান আহত হয়েছেন এবং তাদের অবিলম্বে পুঞ্চ জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ওই আধিকারিক আরও বলেন, আহত দুই কর্মীই আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
2024-05-24