দারিদ্র্য, সংকট ও নাগরিকরা সমস্যায় ঘেরা, এমন দেশ পছন্দ করে কংগ্রেস : নরেন্দ্র মোদী

মান্ডি, ২৪ মে (হি.স.): কংগ্রেসকে ফের একহাত নিলেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার হিমাচল প্রদেশের মান্ডির নির্বাচনী জনসভায় মোদী বলেছেন, “দারিদ্র্য, সংকট ও নাগরিকরা সমস্যায় ঘেরা, এমন দেশই পছন্দ করে কংগ্রেস।” মোদী বলেছেন, “আপনারা কয়েক দশক ধরে কংগ্রেসের শাসন দেখেছেন। কংগ্রেস এমন ভারত পছন্দ করে, যেখানে দারিদ্র্য, সংকট এবং নাগরিকরা সমস্যায় ঘেরা। সেই কারণে দেশের পুরনো পরিস্থিতি ফিরিয়ে আনতে চান তাঁরা। তাঁরা দেশের উন্নয়নে রিভার্স গিয়ার লাগাতে চায়। সেই কারণেই কংগ্রেস বলছে, আমরা ক্ষমতায় এলে ৩৭০ ফিরিয়ে আনব এবং সিএএ বাতিল করব।”
এদিন মান্ডি লোকসভা আসনের বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউতের সমর্থনে নির্বাচনী জনসভা করেছেন প্রধানমন্ত্রী মোদী। কঙ্গনার ভূয়সী প্রশংসা করে মোদী বলেছেন, “কঙ্গনা রানাউত শুধু আমাদের প্রার্থীই নন, তিনি আমাদের দেশের তরুণদের, মেয়েদের আকাঙ্খার প্রতিনিধিত্ব করেন। তিনি এই আস্থার প্রতিনিধিত্ব করেন যে মেয়েরাও সম্পূর্ণ নতুন ক্ষেত্রে নিজেরাই সফল হতে পারে। যদিও কংগ্রেস এখনও সেই পুরনো রক্ষণশীল মানসিকতায় বাস করছে। কঙ্গনার বিরুদ্ধে কংগ্রেস যে শব্দগুলি ব্যবহার করেছিল তা ছিল মান্ডির অপমান, ছোট কাশীর অপমান, হিমাচলের অপমান।”
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “৫০০ বছরের অপেক্ষার (অযোধ্যায় রাম মন্দির) অবসান হয়েছে। এটাই কী শেষ? এটা সম্ভব হয়েছে আপনাদের একটি ভোটের কারণে। আপনাদের একটি ভোটের শক্তিই ৫০০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে।” মোদী জোর দিয়ে বলেছেন, “২০২৪ সালের নির্বাচনের জন্য পাঁচ দফার ভোট শেষ হয়েছে। বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ ইতিমধ্যে সংখ্যাগরিষ্ঠতার চেয়ে বেশি আসন পেয়েছে, এবং এখন যদি হিমাচলের চারটি আসন যোগ করা হয়, তাহলে তা কেক-এর ওপর চেরি হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *