আগরতলা, ২৪ মে : কাজ ও খাদ্য সহ ১৩ দফা দাবিতে কৈলাশহর চিনিবাগান বাজারে জেলা কংগ্রেসের পক্ষ থেকে গণ ধর্ণা ও পথ অবরোধ করা হয়েছে। ওই ধর্নায় প্রচুর সংখ্যক উপজাতি পুরুষ মহিলা অংশগ্রহণ করেন।
ঊনকোটি জেলার কৈলাসহর চৈলাফি, ডেফাছড়া উপজাতি অধ্যুষিত এলাকায় দীর্ঘদিন থেকে পানীয় জলের সমস্যা রয়েছে। নির্বাচিত ভিলেজ কমিটি না থাকার কারণে এরকম সমস্যা রয়েছে সারা রাজ্যে। তাই অতিসত্বর এইদাবি পূরণ না হলে আগামী দিনে বৃহৎ আন্দোলন সংগঠিত করা হবে বলে জানিয়েছেন বিধায়ক বিরজিৎ সিনহা।
এদিন উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বজরুজ্জামান পি সি সম্পাদক রুদ্রেন্দ ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পথ অবরোধের ফলে রাস্তার দু’পাশে বেশ কিছু গাড়ি আটকে পড়ে। খবর পেয়ে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ডিসিএম মতি রঞ্জন দেববর্মা অবরোধকারীদের সাথে কথা বলে। ডিসিএমের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে তাঁরা।