অন্ধ্রে ইভিএম ভাঙচুরে অভিযুক্ত ওয়াইএসআরসিপি বিধায়ক, পদক্ষেপের কথা জানাল নির্বাচন কমিশন

মাচেরলা, ২২ মে (হি.স.): অন্ধ্রপ্রদেশের মাচেরলায় ইভিএম ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত ১৩ মে নির্বাচনের দিন মাচেরলা বিধানসভা এলাকায় ইভিএম ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় ওয়াইএসআরসিপি বিধায়ক পি রামকৃষ্ণ রেড্ডির বিরুদ্ধে। গোটা ঘটনাটি ধরা পড়েছে ক্যামেরায়।

ভিডিও-তে দেখা যায়, ইভিএম নিয়ে মাটিতে আছড়ে ফেলেন ওয়াইএসআরসিপি বিধায়ক পি রামকৃষ্ণ রেড্ডি। ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন ভোট কর্মীরা। ভিডিও ফুটেজ দেখার পর কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। ওই বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অন্ধ্রপ্রদেশ পুলিশের প্রধানকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।