কাশ্মীরের যুবসমাজ বিজেপির ওপর হতাশ, ভোটে নিজেদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন : মেহবুবা মুফতি

পুঞ্চ, ২২ মে (হি.স.): কাশ্মীরের জনগণ বিজেপির ওপর হতাশ, ভোটে নিজেদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন তাঁরা। এমনটাই দাবি করলেন পিডিপি প্রধান মেহবুবা মুফতি। বুধবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ-এ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, “কাশ্মীরের যুব সমাজ বিজেপির উপর ক্ষুব্ধ ও হতাশ এবং ভোট দিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন তাঁরা। যুবসমাজ নতুন দিল্লিকে বার্তা দিতে চায়…কাশ্মীরে কেউ প্রতিবাদও করতে পারে না। অতএব, ভোট হল বিজেপির অন্যায়ের জবাব দেওয়ার একটি উপায়।”

পিডিপি প্রধান মেহবুবা মুফতি আরও বলেছেন, “বিজেপি এমন দলগুলিকে ব্যবহার করছে, যাদের লোকজন জঙ্গিবাদের জন্য হাওয়ালার মাধ্যমে অর্থ পেয়েছিল… মেহবুবা মুফতিকে (নির্বাচন থেকে) দূরে রাখতে বিজেপি যে কোনও কিছু করতে পারে।”