ভোটদান দেশের ভবিষ্যতের প্রতি কর্তব্য : স্মৃতি ইরানি

আমেঠি, ২০ মে (হি.স.): ভোটদান দেশের ভবিষ্যতের প্রতি কর্তব্য। ভোটদানের ওপর গুরুত্ব আরোপ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আমেঠি লোকসভা আসনের বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি। সোমবার সকালে আমেঠির একটি পোলিং বুথে গিয়ে ভোট দিয়েছেন স্মৃতি ইরানি। ভোট দেওয়ার পর তিনি বলেন, “ভোটদান দেশের ভবিষ্যতের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য।”
আমেঠি সংসদীয় আসনে স্মৃতি ইরানির প্রতিদ্বন্দ্বী হলেন কে এল শর্মা। স্মৃতি ইরানি এদিন ভোট দেওয়ার পর বলেছেন, “আজ এটা আমার সৌভাগ্য যে আমি আমার গ্রাম গৌরীগঞ্জে বিকশিত ভারতের সংকল্প নিয়ে ভোট দিয়েছি। আমি জনগণের কাছে ভোট দেওয়ার আহ্বান জানাই। ভোটদান দেশের ভবিষ্যতের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য।”