কাছাড়ের লক্ষ্মীপু‌রে কু‌য়ো থে‌কে মরা মুরগি বের কর‌তে গি‌য়ে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু তিনজনের, আহত দুই

লক্ষ্মীপু‌র (কাছাড়, অসম), ২০ মে (হি.স.) : কু‌য়ো থে‌কে একটি মরা মুরগি বের কর‌তে গি‌য়ে শ্বাসরুদ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে তিনজনের। একই ঘটনায় আহত হয়েছেন দুজন। নিহতদের মধ্যে রয়েছেন দুই ভাই। হতাহত সকলেই যুবক। ঘটনাটি সংঘ‌টিত হ‌য়ে‌ছে রবিবার রাতে কাছাড় জেলার অন্তর্গত লক্ষ্মীপুর মহকুমার ফুলেরতল বাইপাস সংলগ্ন ট্র্যাক্টরটিলা এলাকায়।

জানা গে‌ছে, রবিবার সন্ধ্যায় পচা দুর্গন্ধে ট্র্যাক্টরটিলা এলাকার বাতাস বিষাক্ত করে দেয়। দুর্গন্ধের উৎস সন্ধানে গিয়ে জনৈক গৃহস্থের বাড়ির পাশে পাকা কুয়োয় একটি মরা মুরগি ভাসছে দেখেন স্থানীয় কয়েকজন। মরা মুরগিকে বাইরে বের কর‌তে প্রথমে প্রসেনজিৎ দেব না‌মের এক যুবক কু‌য়োয় নামেন। ‌কিন্তু বেশ কিছ সম‌য় পার হলেও তিনি কু‌য়ো থেকে উপরে আসছেন না ‌দেখে দ্বিতীয় যুবক প্রসেন‌জি‌তের ভাই মনোজিৎ কু‌য়োয় নামেন। দু-ভাই দীর্ঘক্ষণ কু‌য়ো থেকে বের হ‌চ্ছেন না দে‌খে তৃতীয় যুবক প্ৰতিবেশী অমিত সেন নামেন কুয়োয়। তিনিও নি‌খোঁজ হ‌য়ে যান।

ততক্ষ‌ণে ঘটনা চাউর হ‌য়ে যায়। অকুস্থ‌লে ভিড় জমান এলাকার জনতা। এঁদের মধ্যে সাহসে ভর করে কুয়ো থেকে তিন যুবক‌কে বের কর‌তে দড়ি নিয়ে নামেন অজয় সেন এবং রাজকুমার রিকিয়াসন না‌মের অন্য দুই যুবক।

কু‌য়োর গভীরে গিয়ে তাঁদেরও দম বন্ধ হওয়ার উপক্রম। বুঝতে অসুবিধা হয়নি, অক্সি‌জে‌নের অভা‌বে শ্বাসপ্রশ্বাস নিতে পারছেন না তাঁরা। কুয়োর ভিতর থেকে তাঁরা আর্ত চিৎকার করতে থাকেন।

ইত্যবসরে খবর পেয়ে লক্ষ্মীপুর থানার ওসি কমলেশ সিং দলবল সহ ফায়ার ব্রিগেডের জওয়ানদের স‌ঙ্গে নি‌য়ে ঘটনাস্থলে ‌পৌঁছেন। ফায়ার ব্রিগেডের জওয়ানরা কু‌য়োয় আবদ্ধ পাঁচ যুবককে উদ্ধা‌র করতে ব্যর্থ হন। এরই মধ্যে খবর পেয়ে শিলচর থেকে ছুটে আসে এসডিআরএফ। আসেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহা‌তো, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, লক্ষ্মীপুরের সার্কল অফিসার, লক্ষীপুর ডিডিএম-এর কর্মী সহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা।

এদিকে এসডিআরএফ-এর জওয়ানরা অক্সি‌জেন‌ সি‌লিন্ডার নি‌য়ে কু‌য়োয় নামেন। টানা এক ঘণ্টার প্রচেষ্টায় তাঁরা সবাইকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেন। তাদের নিয়ে যাওয়া হয় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু দুর্ভাগ্যবশত মেডিক্যালে কর্তব্যরত ডাক্তাররা দুই ভাই প্রসেন‌জিৎ ও ম‌নো‌জিৎ এবং প্রতিবেশী অমিত‌ সেনকে মৃত বলে ঘোষণা করেন। আহত দুই যুবক অজয় সেন এবং রাজকুমার রিকিয়াসনকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে, তাদের চি‌কিৎসা চলছে।

একই পরিবারের দুই ভাই সহ তিনজনের অকালমৃত্যুতে এলাকা জু‌ড়ে শোকের ছায়া নে‌মে এসেছে। আজ সোমবার ময়না তদ‌ন্তের পর তিনটি মৃত‌দেহ তাঁদের প‌রিবারব‌র্গের হা‌তে সম‌ঝে দিয়েছে পু‌লিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *