নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০মে: এলাকার রাস্তা নির্মাণে চরম অসন্তোষ প্রকাশ করলেন এলাকাবাসীরা। রাস্তার সঠিক নির্মাণের দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসীরা। নন্দননগর সরকারপাড়ায় রাস্তা নির্মানে নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন এলাকাবাসীরা। রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ তুললে ঠিকেদার তাদেরকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ তোলেন তারা।
নন্দননগর সরকার পাড়া এলাকার কোয়াটার চৌমুহনী থেকে গ্র্যান্ড নিউ রিসোর্ট পর্যন্ত একটি রাস্তা নির্মাণ করা হচ্ছে। এই রাস্তা নির্মাণের জন্য এলাকাবাসীরা প্রত্যেকেই তাদের নিজ জায়গা থেকে তিন ফুট করে জায়গা ছেড়েছেন বলে দাবি জানিয়েছেন। তবুও আঠারো ফুট হওয়ার কথা রাস্তাটি ১৬ ফুট করেই একপ্রকার কাজ শেষ করতে চাইছেন ঠিকাদারেরা। স্থানীয়রা এ বিষয়ে জানতে চাইলে বিভিন্ন তালবাহানের শিকার হতে হয় তাদের। স্থানীয়রা আরো জানান এই রাস্তা নির্মাণের জন্য এক কোটি নয় লক্ষ টাকা বরাদ্দ করেছে সরকার। কিন্তু রাস্তা নির্মাণে চরম গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে। প্রত্যেক এলাকাবাসী তাদের নিজের জায়গা থেকে দুই দিকেই তিন ফুট করে জায়গা ছাড়ার পরেও ১৮ ফুট রাস্তা করা হচ্ছে না। এ ব্যাপারে জানতে চাওয়া হলে তাদেরকে বিভিন্নভাবে হুমকি-ধমকিরে শিকার হতে হয় বলেও অভিযোগ জানিয়েছেন এলাকাবাসীরা। তাই সরকারি অর্থের আত্মশ্রাদ্ধ না করে সঠিকভাবে যেন রাস্তাটি নির্মাণ করা হয় তার দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। না হলে রাজ্যের মুখ্যমন্ত্রী দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তারা।