শান্তিরবাজার, ২০ মে : পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবার দাবিতে বেতাগা সাইনবোর্ড এলাকায় জাতীয় সড়ক অবরোধে সামিল হয়েছেন এলাকাবাসী। প্রায় দুই দিন যাবৎ বিদ্যুৎ সমস্যায় ভুগছেন এলাকাবাসী। অবশেষে আজ সকালে সমস্যার সমাধান না পেয়ে সড়কে অবরোধে বসেন তাঁরা। অবরোধের জেরে যানচলাচল ব্যাহত হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন শান্তির বাজার থানার পুলিশ এবং অবরোধকারীদের সাথে কথা বলেন। প্রশাসন আশ্বাস দিয়েছেন এই বিষয়ে বিদ্যুৎ ও জল দপ্তরের সাথে আলোচনা করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন স্হানীয় মানুষ।
জনৈক অবরোধকারী জানিয়েছেন, প্রায় ২ দিন যাবৎ শান্তির বাজার মহকুমার অন্তর্গত বেতাগা সাইবোর্ড সংলগ্ন আর কে গঞ্জ এলাকায় বিদ্যুৎ সমস্যা ভুগছেন এলাকাবাসীরা। এই প্রখর গরমে বিদ্যুৎ পরিষেবা না থাকার ফলে ছোট শিশু থেকে বয়ষ্করা অসুস্থ হয়ে পরছে। অপরদিকে বিদ্যুৎ না থাকার ফলে সঠিকভাবে পানীয় জল সংগ্রহ করতে পারছেনা এলাকার লোকজনেরা। তাদের অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের নিকট মৌখিক ও লিখিত অভিযোগ করা হলেও বিদ্যুৎ এর সমস্যার সমাধানে কেউ কর্ণপাত করেননি। তাই, জনগণ বাধ্য হয়ে আজ সকালে পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবার দাবিতে সড়ক অবরোধ করেন। তাঁদের দাবি,নিয়মিত ওই এলাকায় জল সরবরাহ ও বিদ্যুৎ পরিষেবা প্রদান করতে হবে।এই অবরোধের জেরে রাস্তার দুই ধারে যান চলাচল স্তব্দ হয়ে পড়েছিল।তাতে যাত্রী দূর্ভোগ চরমে পৌঁছেছিল।
অবরোধের খবর পেয়ে শান্তিরবাজার থানার বিশাল পুলিশ বাহিনী। অবরোধকারীদের সাথে কথা বলে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ওই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন গ্রামবাসী।

