লখনউ, ২০ মে (হি.স.): লখনউতে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। সোমবার সকালে লখনউয়ের একটি পোলিং বুথে গিয়ে ভোট দিয়েছেন মায়াবতী। এই নির্বাচনে পরিবর্তন হবে কি-না জানতে চাওয়া হলে, উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিএসপি প্রধান মায়াবতী বলেন, “আমি আশাবাদী, এবার (ক্ষমতা) পরিবর্তন হবে। আমি বুঝতে পারছি, জনসাধারণ নীরব এবং তাঁরা সব দেখছে।”
সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মায়াবতী বলেছেন, “আমি সবাইকে বাইরে এসে নিজেদের ভোট দেওয়ার জন্য আবেদন করছি। আমি সমস্ত রাজনৈতিক দলকে উন্নয়ন এবং জনগণের কল্যাণের বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়ার জন্য অনুরোধ করছি। বিজেপি হোক কিংবা কংগ্রেস, সব দলই বলে যে তাঁরা সরকার গঠন করছে। কিন্তু ফলাফল ঘোষণার পর সব কিছু পরিষ্কার হয়ে যাবে।”
2024-05-20