নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২০ মে: বিরোধীদল সিপিআইএম ৭দফা দাবি নিয়ে ডেপুটেশন দিল যুবরাজনগর আরডি ব্লকের বিডিও তথা ব্লক ডেভেলপমেন্ট অফিসার দেবপ্রিয়া দাসের কাছে। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআইএমের কার্যকরী কমিটির সদস্য দুর্গেশ রায় এবং অন্যান্য সিপিএম এর সমর্থক।
তাদের দাবিগুলির মধ্যে উঠে আসে রেগা ব্যবস্থার উন্নতি সাধন। সিপিআইএম নেতৃত্বরা বলেন, দীর্ঘ সাত মাস হয়েছে রেগা ব্যবস্থার কোন উন্নতি হচ্ছে না এমনকি মানুষ পাহাড়ে পর্বতে না খেয়ে অভুক্ত হয়ে দিন কাটাচ্ছে। তাই পুনরায় রেগার উন্নতি সাধন এর দাবি জানানো হয়েছে। এছাড়াও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা সমাধানের দাবি জানানো হয়। স্বাস্থ্য এবং উপস্বাস্থ্যগুলির স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন সঠিকভাবে করার জন্য জোর দেওয়া হয়েছে। জল সেচগুলির প্রভূত উন্নতি সাধন করা একান্ত প্রয়োজন বলে মনে করছে এলাকার সিপিআইএম দলের সমর্থক এবং এলাকার সাধারণ মানুষ। তাছাড়া যুবরাজনগর এলাকার বিভিন্ন গলি রাস্তাগুলির সংস্কারের দাবি জানানো হয়।
বিডিও দেবপ্রিয়া দাস তাদেরকে আশ্বাস দিয়েছেন তিনি তাদের দাবিগুলি খতিয়ে দেখবেন এবং উন্নতি সাধন করার চেষ্টা চালিয়ে যাবেন যুবরাজ নগর বিধানসভা এলাকায়।