হিসার, ২০ মে (হি.স.) : আগামী ৪ জুনের পর দূরবীন দিয়েও কংগ্রেসকে খুঁজে পাওয়া যাবে না। সোমবার কংগ্রেসকে কটাক্ষ করে এই মন্তব্য করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন হরিয়ানার হিসারের নির্বাচনী জনসভায় অমিত শাহ বলেছেন, “কংগ্রেসের শেহজাদা রাহুল বাবা ভারত জোড়ো যাত্রার মধ্য দিয়ে ২০২৪ সালের নির্বাচন শুরু করেছিলেন। আমি আপনাদের বলছি, ৪ জুনের পরে রাহুল বাবাকে কংগ্রেসকে খোঁজো যাত্রা করতে হবে। দূরবীন দিয়েও কংগ্রেসকে দেখা যাবে না। ২০২৪ সালের নির্বাচনে, সিরসা থেকে সোনিপত, পাঁচকুলা থেকে পালওয়াল সব জায়গায় মোদীজির উন্নয়নের পদ্ম ফুটতে চলেছে।”
অমিত শাহ জোর দিয়ে বলেছেন, “এবারের নির্বাচনে দু’টি শিবির রয়েছে। একটি শিবিরে কংগ্রেস দল রয়েছে, যারা ১২ লক্ষ কোটি টাকার কেলেঙ্কারি এবং দুর্নীতি করেছে। অন্য শিবিরে আমাদের নেতা নরেন্দ্র মোদীজি রয়েছেন, যিনি ২৩ বছর মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও ২৫ পয়সারও অভিযোগ নেই।”