বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ সেনা জওয়ানের বিরুদ্ধে, থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২০ মে: সেনা জওয়ানের বিরুদ্ধে যুবতীকে প্রতারণার অভিযোগে উদয়পুর রাধা কিশোরপুর মহিলা থানায় মামলা করা হল।

উদয়পুর মহকুমার খিলপাড়া এলাকার অমৃত দাশের ছেলে জয়দীপ দাশের বিরুদ্ধে এক যুবতী মেয়ের সাথে প্রথমে ভালোবাসা পরবর্তী সময়ে বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ক গড়ে তুলে ওই যুবতীকে হেনস্থা করার অভিযোগ উঠেছে।

ঐ যুবতী জানায় গত ২০১৫ সালে জয়দীপ দাশের সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে তার। পরবর্তীতে ২০১৯ সালে জয়দীপ সেনাবাহিনীতে চাকুরী পায়। তারপরের বছর তারা দুজন আইনি বিবাহ সেরে নেয়। এরপর জয়দীপ প্রায় সময় মেয়েটি ডেকে এনে মেয়ের অনিচ্ছার বিরুদ্ধে গেলে তার উপর মারধোর করত বলেও অভিযোগ উঠে আসে। একটা সময় শারীরিক সম্পর্ক হয় তাদের মধ্যে। এরপর সে মেয়েটির সাথে নানা ধরনের চক্রান্ত শুরু করেছে।

এমনকি মেয়েটির সাথে কখনো কখনো প্রতারনা করে বিভিন্ন ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় বলে জানায় ঐ যুবতী। পরবর্তী সময়ে মেয়েটি নিজেকে আর সামলাতে না পেরে গত ১৫ ই মে উদয়পুর মহিলা থানায় জয়দীপ দাশের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

ভারতীয় দন্ডবিধির ৩৭৬(২) ( এন) ,৫০৬,৬৭,৬৭( এ) মামলা নথিভুক্ত হয়। মামলা হাতে নিয়েও উদয়পুর মহিলা থানার পুলিশ অভিযুক্তকে গ্ৰেপ্তার করার জন্য যে ভূমিকা পালন করার কথা ছিল তা কিছুই করেনি বলে সোমবার নির্যাতিত যুবতীটি জানায়। এই অবস্থায় দাঁড়িয়ে নির্যাতিতা যুবতী মেয়েটি প্রশাসনের কাছে জয়দীপ দাশের কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেবার দাবি জানিয়েছে। এখন দেখার বিষয় উদয়পুর মহিলা থানা অভিযুক্তকে গ্ৰেপ্তার করার জন্য কি উদ্দ্যেগ নেয়, সেই দিকে তাকিয়ে আছে উদয়পুরের শুভবুদ্ধি সম্পন্ন জনগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *