মুম্বই, ২০ মে (হি.স.): ভোট উৎসবে সামিল হয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন অভিনেতা রাজকুমার রাও। সোমবার সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষনের মধ্যেই মুম্বইয়ের একটি বুথকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন রাজকুমার রাও। ভোট দেওয়ার পর অভিনেতা বলেন, ভোট দেওয়া দেশের প্রতি একটি বড় দায়িত্ব।
অভিনেতা রাজকুমার রাও এদিন বলেছেন, “ভোট দেওয়া দেশের প্রতি আমাদের একটি বড় দায়িত্ব, আমাদের ভোট দেওয়া উচিত। আমাদের মাধ্যমে যদি জনগণ অনুপ্রাণিত হতে পারে, তবে অবশ্যই এটি সবচেয়ে বড় ব্যাপার। নির্বাচন কমিশন আমাকে জাতীয় আইকন হিসাবে বেছে নিয়েছে, এ জন্য আমি ভীষণ খুশি। আমি সকলের কাছে আবেদন করছি, দয়া করে বেরিয়ে আসুন এবং নিজের ভোট দিন। আমরা সবাই চাই আমাদের দেশ উজ্জ্বল হোক, ইতিমধ্যেই ঝকমক করছে আমি নিশ্চিত যে দেশ আরও উজ্জ্বল হবে।”
2024-05-20

