উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপারের সরকারি আবাসনে প্রশংসনীয় উদ্যোগ, আবাসনের চারদিকে চাষ করছেন সবজি, ফুল ও ফল

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২০ মে: উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী (আইপিএস) তার সরকারি আবাসনে এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন। সরকারি কর্তব্য পালন শেষে অবসর সময়ে তিনি তার সরকারি আবাসনের চারপাশে বিভিন্ন ধরনের সবজি, ফুল ও ফলের চাষ করেন। এই উদ্যোগ তাকে একাধারে একজন দক্ষ প্রশাসক ও উদ্যানপালক হিসেবে চিহ্নিত করেছে।

পুলিশ সুপার চক্রবর্তী জানিয়েছেন যে, তার বাগানে এমন কোনো সব্জি নেই যা তিনি রোপণ করেননি। তার বাগানে এমন কিছু সবজি পাওয়া যায় যা বাজারে সহজলভ্য নয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো তিত করোলা, ঝিঙ্গা, রামাইস, ঢেঁড়স, পটল, কারকল, লাউ, মিষ্টি কুমড়ো, ডাটাশাক, পুঁইশাক, বিট, বিভিন্ন প্রকারের বেগুন, এবং গাজর। এছাড়াও ফলের মধ্যে রয়েছে নানা প্রজাতির আম, কলা, কমলালেবু ইত্যাদি। ফুলের মধ্যে রজনীগন্ধা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুলের গাছও রয়েছে। সাধারণত এই সময় কমলালেবু দেখা না গেলেও, তার বাগানে কমলালেবু পাওয়া গেছে।

ভানুপদ চক্রবর্তীর বাগান অনেক গণ্যমান্য ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করেছে এবং তারা এই বাগানের প্রশংসা করেছেন। বলেন ইচ্ছে থাকলে অনেক কিছুই করা সম্ভব। যদি কেউ পরিবেশ ও গাছকে ভালোবাসে এবং উদ্যমী হয়, তাহলে এমন চাষাবাদ করা সম্ভব। ছোটবেলা থেকেই তার কৃষির প্রতি আগ্রহ ছিল এবং এই আগ্রহ থেকেই তিনি পুলিশ সুপারের দায়িত্ব পালন শেষে বাগানের কাজে নিজেকে নিয়োজিত করেন।

এছাড়াও তিনি বিভিন্ন প্রতিযোগিতামূলক সব্জি ও ফুল প্রদর্শনীতে অংশগ্রহণ করে পুরস্কারও জয়লাভ করেছেন। তার এই উদ্যোগ শুধু তার নিজস্ব সন্তুষ্টিই নয়, বরং এটি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবেও পরিগণিত হয়েছে।

এই উদ্যমী পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর এ ধরনের উদ্যোগ অনেকের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং মানুষকে পরিবেশের প্রতি আরও যত্নশীল হতে উৎসাহিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *