আগরতলা, ২০ মে : আশ্চর্যজনক ভাবে রেলস্টেশনে এক ব্যাক্তি মারাত্মকভাবে রক্তাক্ত হয়েছেন। বর্তমানে তিনি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীনে আছেন।
এবিষয়ে রেল পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে, সোমবার খোয়াই এলাকার বাসিন্দা রাজু বর্মন(৪৪) হয়তো রেল থেকে পড়ে গিয়ে বা রেলে উঠতে গিয়ে আঘাত প্রাপ্ত হয়। এরপর রাজু বর্মনকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই ব্যাক্তি।

