উন্নয়ন সম্পর্কে কোনও ধ্যানধারনাই নেই কংগ্রেস ও জেএমএম-এর : নরেন্দ্র মোদী

জামশেদপুর, ১৯ মে (হি.স.): কংগ্রেস ও ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম)-র তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ঝাড়খণ্ডের জামশেদপুরের এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, উন্নয়ন সম্পর্কে কোনও ধ্যানধারনাই নেই কংগ্রেস ও জেএমএম-এর। তাঁর কথায়, উন্নয়নের ক, খ, গ সম্পর্কে কোনও ধ্যানধারনাই নেই কংগ্রেস ও জেএমএম-এর। তাঁদের পদ্ধতি হল- মিথ্যা বলো, জোরে কথা বলো, বারবার কথা বলো, এখানে-ওখানেও কথা বলো। তাঁরা দরিদ্রদের সম্পত্তির এক্স-রে করতে চায়, তাঁরা এসসি, এসটি, ওবিসিদের সংরক্ষণ ছিনিয়ে নেবে, তাঁরা প্রতিদিন মোদীকে গালি দেবে। এর বাইরে তাঁরা ভাবতেই পারে না।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, “ঝাড়খণ্ডে জমি কেলেঙ্কারি করেছে জেএমএম। তাঁরা দরিদ্র আদিবাসীদের জমি দখল করেছে, সেনাবাহিনীর জমি দখল করেছে। তাঁদের বাড়ি থেকে উদ্ধার করা নোটের পাহাড় আপনাদের। আমি উপায় খুঁজছি, আমি এই সমস্ত অর্থ সেই গরীব লোকজনকে কিভাবে ফিরিয়ে দেওয়া যায়। এটাই মোদীর গ্যারান্টি।” প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “কংগ্রেসের মতো দলগুলি কখনই আপনাদের গুরুত্ব দেয়নি। এই লোকজন ৬০ বছর ধরে ”গরিব হটাও”-এর মিথ্যে স্লোগান দিয়েছিল। এখন মোদী, যিনি ২৫ কোটি গরিব মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনেছেন।”
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
২০ মে পঞ্চম দফায় ৪৯টি আসনে ভোট, রাহুল ও রাজনাথ-সহ বহু হেভিওয়েটের ভাগ্যপরীক্ষা
নয়াদিল্লি, ১৯ মে (হি.স.): লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ২০ মে, সোমবার দেশের ৬টি রাজ্য রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে হবে ভোটগ্রহণ। সেই তালিকায় পশ্চিমবঙ্গের ৪২টির মধ্যে সাতটি লোকসভা আসন রয়েছে। পশ্চিমবঙ্গের যে সাতটি সংসদীয় আসনে সোমবার ভোট হবে, সেগুলি – আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর এবং হুগলি। রবিবারই ভোটের সামগ্রী নিয়ে বুথকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন পোলিং আধিকারিকরা।
পঞ্চম দফায় উত্তর প্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ১৪, মহারাষ্ট্রের ৪৮টির মধ্যে ১৩, বিহারের ৪০টির মধ্যে পাঁচ, ওডিশায় ২১-এর মধ্যে পাঁচ, ঝাড়খণ্ডের ১৪-র মধ্যে তিনটিতে ভোট হবে। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের পাঁচটি লোকসভা কেন্দ্রের মধ্যে একটি এবং লাদাখের এক মাত্র আসনটিতেও সোমবার ভোটগ্রহণ হবে পঞ্চম দফায়। ৮২ জন মহিলা-সহ মোট প্রার্থীর সংখ্যা ৬৯৫।
এই দফায় ভাগ্যপরীক্ষা হবে অনেক হেভিওয়েট প্রার্থীর। এই দফার ভোটে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। উত্তর প্রদেশের রায়বরেলি থেকে এ বার ভোটপ্রার্থী তিনি। অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং (লখনউ), স্মৃতি ইরানি (আমেঠি) এবং পীযূষ গোয়েল (মুম্বই উত্তর)। এছাড়াও জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা বারামুল্লায় লড়ছেন। বিহারের হাজিপুরে লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-র প্রধান চিরাগ। আরজেডি প্রধান লালুপ্রসাদের কন্যা রাগিণী প্রার্থী সারণ লোকসভা কেন্দ্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *