পশুপ্রেমীদের জন্য দুঃসংবাদ! মাদারিহাটে অস্বাভাবিক মৃত্যু একটি হাতির

মাদারিহাট, ১৯ মে (হি.স.): মাদারিহাট রেঞ্জের ইসলামাবাদ এলাকায় একটি পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ উদ্ধার হয়েছে, যা পশুপ্রেমীদের জন্য দুঃসংবাদই! রবিবার সকালে এলাকার ফাঁকা মাঠের পাশে পূর্ণবয়স্ক ওই হাতিটির দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর জানাজানি হতেই ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় বাড়তে থাকে। অপরদিকে খবর পেয়ে মাদারিহাট রেঞ্জের বনকর্মীরাও অকুস্থলে আসেন।
স্থানীয়দের অনুমান, শনিবার রাতে ব্যাপক ঝড়-বৃষ্টি হয়েছিল। সেই সময়ই বজ্রপাতের জেরে হাতিটির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে বন দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পরই সঠিক কারণ জানা যাবে।