এএপি-র বিক্ষোভ, দিল্লিতে আঁটোসাঁটো নিরাপত্তা বিজেপির সদর দফতরের সামনে

নয়াদিল্লি, ১৯ মে (হি. স.): রবিবার দিল্লিতে বিজেপির সদর দফতর ঘেরাওয়ের ডাক দিয়েছে আম আদমি পার্টি। এই বিক্ষোভের কথা মাথায় রেখে বিজেপির সদর দফতরের বাইরে ব্যারিকেড ও বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, দলীয় নেতাদের গ্রেফতারির প্রতিবাদে বিজেপির সদর দফতরের সামনে বিক্ষোভ দেখাবে আম আদমি পার্টি। এও জানা গেছে, এদিন বিজেপির সদর দফতরে যাবেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও তাঁর দলের বিধায়করা।
এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিক্ষোভ প্রসঙ্গে দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, আম আদমি পার্টি পুলিশের কাছে কোনও অনুমতি চায়নি। এর আগে কেজরিওয়াল বলেছিলেন, আমার সমস্ত বড় নেতা, বিধায়ক এবং সাংসদদের সাথে আমিও বিজেপির সদর দফতরে যাব, যাদের আপনারা জেলে ঢোকাতে চান, তাদের জেলে ঢোকান। একসঙ্গে জেলে ঢোকান।