হুগলি, ১৮ মে (হি. স.): প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর প্রথম সিঙ্গুরে এসে রচনা বন্দ্যোপাধ্যায় শিল্পের ধোঁয়া দেখেছিলেন। তিনি বলেছিলেন “প্রচুর শিল্প হয়েছে। তাই এত ধোঁয়া।” যা নিয়ে মিম হয়েছিল বিস্তর। প্রচারের শেষ দিনে তিনি বলেন, ”আজ শুধু মানুষের হাসি মুখ দেখতে পেলাম”।
শনিবার ছিল তাঁর প্রচারের শেষ দিন। শেষ দিনে কি ধোঁয়া দেখতে পেলেন? এ প্রশ্নে হেসে ফেললেন রচনা। বললেন, “আজকে ধোঁয়ার জায়গায় নেই আমি। আজকে শুধু মানুষের হাসি মুখ দেখতে পেলাম। গত দেড় মাস ধরে মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করেছি। এবার উপরওয়ালা জানেন। যাই হোক না কেন, প্রচুর মানুষের ভালোবাসা নিয়ে ফেরত যাব।”
সোমবার ভোট। শনিবার প্রচারের শেষ দিনের তৃণমূল প্রার্থীর প্রচার জমে উঠল হুগলিতে। সকালেই পান্ডুয়ার বৈঁচি নুনিয়াডাঙ্গা থেকে পথযাত্রা শুরু করেন রচনা। বৈঁচি বাজার-আলিপুর-বৈঁচি গ্রাম হয়ে বৈঁচি গ্রাম স্টেশনে এসে শেষ হয়। হুড খোলা গাড়িতে জনসংযোগ করেন তিনি।
রচনা জানান, দেড়মাস ধরে প্রচার চলছে। মানুষের ভালো সাড়া পেয়েছেন। দিন দুয়েক আগে বৈঁচিতে প্রচারে যাওয়ার কথা থাকলেও তিনি সময়ের অভাবে যেতে পারেননি। তা নিয়ে দলের কর্মীদের ক্ষোভ দেখা গিয়েছিল।
সে প্রসঙ্গে তৃণমূল প্রার্থী কিছুটা মজার ছলে বলেন, “আমাকে দু’টুকরো করে দিলে ভালো হয়। তাহলে আমি সব জায়গায় পৌঁছতে পারি। না হলে আমার পক্ষে সম্ভব হচ্ছে না সব জায়গায় পৌঁছনো। সবাই আশা করছে কিন্তু কিছু করার নেই।গাড়ি দাঁড় করিয়ে দেয় সবার সাথে হাত মেলাতে হয় সেই কারণে সবার কাছে পৌঁছনো সম্ভব হল না।”