গুয়াহাটি, ১৮ মে (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ের অধীন রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে রুটিন তল্লাশির সময় অবৈধভাবে পরিবহণ করা ১০টি জীবন্ত লুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে।
আজ শনিবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এক প্রেস বিবৃতির মাধ্যমে এ খবর দিয়ে জানান, ১৭ মে নিউ জলপাইগুড়ির আরপিএফ টিম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে ট্রেন নম্বর ১২৫০৭ তিরুবনন্তপুরম সেন্ট্রাল-শিলচর আরোনাই এক্সপ্রেসে রুটিন তল্লাশি চালিয়ে এস ১২ নম্বর কোচে একটি নীল রঙের কন্টেইনার থেকে ১০টি জীবন্ত লুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপ উদ্ধার করে। জীবন্ত কচ্ছপগুলি সহ কন্টেইনারটি আরপিএফ স্টেশনে নিয়ে যায়। পরে সমস্ত আইনি আনুষ্ঠানিকতা মেনে ও নথিপত্রের কাজ সম্পূর্ণ করে পশ্চিমবঙ্গের বনবিভাগের হাতে কচ্ছপগুলি তুলে দেওয়া হয়।
এদিকে কচ্ছপ ভরতি নীল রঙের কন্টেইনারের মালিককে পাওয়া যায়নি।

