এখন দেশের ২৫ কোটি মানুষ দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে এসেছেন : জে পি নাড্ডা

চম্বা, ১৮ মে (হি.স.) : “মোদীজি প্রতি মাসে ৮০ কোটি মানুষের কাছে ৫ কেজি গম অথবা চাল এবং এক কেজি ডাল পৌঁছে দিচ্ছেন। এখন দেশের ২৫ কোটি মানুষ দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে এসেছেন।” শনিবার হিমাচল প্রদেশের চম্বার জনসভায় এই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তিনি বলেছেন, “মোদিজি জাত-ধর্মের ভিত্তিতে কাউকে বিভক্ত করেননি, তিনি শুধুমাত্র একটি মন্ত্র নিয়ে কাজ করেছেন- সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। মোদীজির নীতি ও কর্মসূচীগুলি দরিদ্র, দলিত, শোষিত, বঞ্চিত, নিপীড়িত, যুবক ও মহিলাদের ক্ষমতায়ন করতে কাজ করেছে।”

জে পি নাড্ডা আরও বলেছেন, “তৎকালীন অসহায় সরকার কাশ্মীর থেকে সন্ত্রাসীদের নেতাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেকে আলোচনার জন্য বিরিয়ানি খাওয়াত। কিন্তু এখন মোদীজির শক্তিশালী সরকারের অধীনে, কাশ্মীর থেকে ৩৭০ ধারা উৎখাত করে দেওয়া হয়েছে এবং দেশে এক চিহ্ন, এক আইন, একটি প্রধান তৈরি করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *