আগরতলা, ১৮ মে: আজ বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ৩৬.৬ লক্ষ টাকার ৪টি সোনার বিস্কুট উদ্ধার করেছে। সেই সঙ্গে ধরা পড়েছে এক পাচারকারীও।
আজ বিএসএফের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আজ বিএসএফ বিওপি নিশ্চিন্তপুর, 42 বিএন বিএসএফ এলাকায় দুই সন্দেহভাজনের দুইজনকে জিজ্ঞাাসাবাদ চালাতে গিয়েছিল। তখন এক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
ধৃত ব্যক্তির নাম প্রশান্ত রায় (৩৬)। তার থেকে তল্লাশি চালিয়ে ৪টি সোনার বিস্কুট পাওয়া গিয়েছে। ধাতব বিস্কুট প্রায় 466 গ্রাম ওজনের। যার বাজারমূল্য আনুমানিক ৩৬.৬ লক্ষ টাকা হবে। সে জিজ্ঞাসাবাদে স্বর্ণের আন্তঃসীমান্ত চোরাচালানে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে বাংলাদেশের বাসিন্দা ইকবাল নামে একজন চোরাকারবারী কাছে পাচার করার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল। এদিকে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিকে ধরতে সীমান্ত এলাকায় বিএসএফের ব্যাপক তল্লাশি অভিযান চলছে।

