BRAKING NEWS

সিঙ্গাপুরে প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার বিনীত রায়ের ব্রোঞ্জ পদক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আন্তর্জাতিক আসরে পদক প্রাপ্তির আনন্দটাই আলাদা। স্বপ্ন ছিল ভারতীয় জার্সি গায়ে জড়িয়ে রাজ্য তথা দেশের নাম উজ্বল করা। অবশেষে এই স্বপ্ন বাস্তবে  পরিনত হলো। বিনীত রায়। ত্রিপুরার একজন অন্যতম প্যারা সুইমার। জাতীয় আসরের পর এবার আন্তর্জাতিক আসরে জীবনের প্রথম পদক অর্জন করলো  রাজ্যের এই প্যারা সুইমার বিনীত রায়। সুইমিংয়ে ১০০ মিটার ফ্রি স্টাইলে বিনীত তৃতীয় স্থান পেয়ে ব্রোঞ্জ পদক অর্জন করলো সিঙ্গাপুরে। ওয়ার্ল্ড সিটি প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম ত্রিপুরা থেকে প্রথম বারের মতো অংশগ্রহণ করলো দুই প্যারা সুইমার বিনীত রায় ও সমীর বর্মণ। প্রথম বার অংশ গ্রহন করেই বাজিমাৎ করে দিলো বিনীত।  এককথায় ত্রিপুরার জন্য এক সোনালী ইতিহাস গড়লো রাজ্যের এই প্যারা সুইমার। আন্তর্জাতিক আসরে  অংশগ্রহণ করে প্রথমবারই হাসিল করলো ব্রোঞ্জ পদক। গোটা রাজ্যবাসী তার এই সফলতায় খুবই খুশি। বিনিতের কোচ দীপক দাসের অবদানও অনস্বীকার্য। কেননা ওনার হাতেই গড়ে উঠেছে বিনীত ও সমীর। দীপক দাসের দীর্ঘ দিনের পরিশ্রমে সফল হলো অবশেষে। আন্তর্জাতিক আসরে ব্রোঞ্জ পদক, বিষয়টা সত্যি ই খুব গর্বের গোটা রাজ্য বাসীর জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *