“বিজেপির মতো এত বড় চোর, ডাকাত কোথাও নেই”, সভায় তোপ মমতার

ঝাড়গ্রাম, ১৭ মে (হি. স.): ‘‘যদি এনআরসি, সিএএ না চান, বিজেপিকে ভোট দেবেন না। বিজেপির মতো এত বড় চোর, ডাকাত কোথাও নেই। বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। ’’

সিএএ নিয়ে শুক্রবার ঝাড়গ্রামের সভা থেকেও বিজেপিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘‘বিদেশে পড়তে গেলে বা কাজ করতে গেলে অনেক বছর থাকলে যেমন একটা করে গ্রিন কার্ড দেয়, সিএএ তেমনই একটা ভাঁওতা।’’

বিরোধী জোট ‘ইন্ডিয়া’ নিয়ে মমতা বলেন, ‘‘দিল্লিতে ‘ইন্ডিয়া’ ক্ষমতায় এলে এনআরসি, সিএএ, ইউনিফর্ম সিভিল কোড আমরা বাতিল করব। বাংলায় সিপিএম কংগ্রেসের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। দিল্লিতে আছে।’’

ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী পেশায় সরকারি চিকিৎসক। মমতা সভায় বলেন, ‘‘আমি চাইলেই ওঁর ছাড়পত্র আটকে দিতে পারতাম। ওদের বেশি লোভ তো। ভাবলাম, যাক। টাকা করে আসুক। এলাকায় ডাক্তার নেই। উনি ভোটে লড়লে ডাক্তারি কে করবে? মানুষ পরিষেবা কোথায় পাবেন?’’

ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে প্রচার করেন মুখ্যমন্ত্রী। আগামী ২৫ মে ষষ্ঠ দফায় ঝাড়গ্রামে ভোটগ্রহণ হবে।

ঝাড়গ্রাম আসনটিতে গত লোকসভা নির্বাচনে জয় পেয়েছিল বিজেপি। সাংসদ হয়েছিলেন কুনার হেমব্রম। এ বারও তাঁকেই টিকিট দিয়েছিল বিজেপি। কিন্তু তিনি প্রার্থিপদ প্রত্যাহার করেন। তার পর ওই কেন্দ্রে প্রণত টুডুকে প্রার্থী করেছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *