BRAKING NEWS

শিবাংশের শতক, পৌরুষের ৫ উইকেট চ্যাম্পিয়নের লক্ষ্যে এগোচ্ছে পোলস্টার ক্লাব

পোলস্টার-‌২৯৬/‌৮

ইউ বি এস টি-‌১৩৬

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ইউনাইটেড বিএসটিকে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় পেল পোলস্টার ক্লাব। পাঁচ ম্যাচের মাথায় চতুর্থ জয়। আরও দুটি ম্যাচ রয়েছে একটি ১৯ মে বিসিসি-র বিরুদ্ধে। অপরটি ২১ মে হার্ভের বিরুদ্ধে। পরপর দুটি ম্যাচে জয়ী হতে পারলে পোলস্টার পেয়ে যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। দুরন্ত শিবাংশ কাপুর এবং পৌরুষ মিশ্র। ওই দুজনের দাপটে আপাতত তৃতীয় স্থানে পোলস্টার ক্লাব। ৫ ম্যাচ খেলে ৪ টিতে জয় পেয়ে ১৬ পয়েন্ট নিয়ে। তবে যথেষ্ট সম্ভাবনা জিইয়ে রেখেছে চ্যাম্পিয়ন হওয়ার। রাজ্য ক্রিকেট সংস্থা আযোজিত সন্তোষ স্মৃতি প্রথম ডিভিশন ক্রিকেটে। শুক্রবার নরসিংগড় পুলিশ ট্রেণিং আকাদেমি মাঠে পোলস্টার ১৬০ রানের বড় ব্যবধানে পরাজিত করে ইউনাইটেড বি এস টিকে। পোলস্টারের গড়া ২৯৬ রানের জবাবে ইউনাইটেড বি এস টি ১৩৬ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের শিবাংশ কাপুরের ১২১ রান এবং পৌরুষ মিশ্র-এর ৯ রানে ৫ উইকেট দখল যথেষ্ট উল্লেখযোগ্য। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে পোলস্টার ক্লাব নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে বিশাল ২৯৬ রান করে। দলের পক্ষে তিন নম্বরে ব্যাট করতে নামা শিবাংশ কাপুর ১৪৯ বল খেলে ১১ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২১, আয়ুষ দেবনাথ ৪৯ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৫, দীপায়ন দেববর্মা ৩১ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪১, পাউরুশ মিশ্র ৬ বল খেলে ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ (‌অপ:‌)‌ এবং চিরঞ্জীব দেবনাথ ২০ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২২ রান। ইউ বি এস টি-‌র পক্ষে মতি ত্রিপুরা ৪৩ রানে, মনোজিৎ দাস ৫১ রানে এবং ওনকার তারমালে ৫৫ রানে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে পোলস্টারের বোলারদের পেস-‌ স্পিন আক্রমণের মুখে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে ইউ বি এস টি-‌র ইনিংস। দল গুটিয়ে যায় মাত্র ১৩৬ রানে। দলের পক্ষে সমীর দেববর্মা ৬০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩৬, সুকান্ত রিয়াং ২২ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭, রুগভেদ ভবিস্কর ৫৪ বল খেলে ৩ টি আউন্ডারির সাহায্যে ২২  এবং এস এ সিন্ধে ৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২১ রান। পোলস্টারের পক্ষে পৌরুষ মিশ্র ৯ রানে ৫ টি এবং রিব্রজিৎ দাস ৩৩ রানে ২ টি উইকেট দখল করেন। দুর্দান্ত ব্যাটিং এর সুবাদে শিবাংশ পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *