নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে: মশার উপদ্রব থেকে রক্ষা পেতে শুক্রবার রাজধানীর বিভিন্ন ড্রেইনে মশা খাদক মাছ অর্থাৎ গাম্বুশিয়া ফিশ ছাড়া হয়। মূলত এই সময়ে ম্যালেরিয়া, ডেঙ্গু প্রভৃতি রোগের প্রাদূর্ভাব বৃদ্ধি পায়। সেই জন্য মশা বা মশার লার্ভাগুলি নষ্ট করা খুবই প্রয়োজনীয়।
প্রতিবছরই পুর নিগমের উদ্যোগে বিভিন্ন ড্রেইনে এই মাছগুলি ছাড়া হয়। যাতে করে মশার উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায়। এদিন বটতলা এলাকার ড্রেইনগুলিতে মশার উপদ্রব থেকে রক্ষা পেতে এই অভিযানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।