দক্ষিণ দিনাজপুর, ১৬ মে (হি. স.) : দক্ষিণ দিনাজপুরের হিলি-২ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে ১০৩৯.৪৪০ গ্রাম সোনার বিস্কুট সহ একজনকে ধরেছে রায়গঞ্জ সেক্টরের অধীনে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ৬১ তম ব্যাটালিয়নের বর্ডার আউট পোস্ট (বিওপি) মোতায়েন জওয়ানরা।
ধৃত ভারতীয় নাগরিকের নাম জিন্নাত আলী মন্ডল। বৃহস্পতিবার বিএসএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। তথ্যমতে, হরিপোখার গ্রাম থেকে গোপনে সোনার বিস্কুট আনতে গিয়ে ধরা পড়েন ভারতীয় নাগরিক জিন্নাত আলী মণ্ডল। তল্লাশি করে, বিএসএফ দল তার কাছ থেকে ১০৩৯.৪৪০ গ্রাম ওজনের নয়টি সোনার বিস্কুট উদ্ধার করে। আটক ভারতীয় নাগরিককে বাজেয়াপ্ত করা সোনার বিস্কুট–সহ হিলির কাস্টমস ইউনিটের কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

