ভাদোহি, ১৬ মে (হি.স.) : সমাজবাদী ও কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার উত্তর প্রদেশের ভাদোহির নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ভাদোহিতে সপা ও কংগ্রেসের পক্ষে নিজেদের জামানত রক্ষা করা কঠিন। তাই তাঁরা এখানে একটি রাজনৈতিক পরীক্ষা করছেন। তাঁরা তৃণমূলের বাংলার রাজনীতির পরীক্ষা করতে চায়। তৃণমূলের রাজনীতি মানে ”তোষণের বিষাক্ত তীর”… মনীশ শুক্লার মতো অনেক বিজেপি নেতা সেখানে নিহত হন এবং টিএমসি-র বিধায়করা বলেছেন ”হিন্দুওঁ কো গঙ্গা মে ডুবো কার মার দেঙ্গে”। সপা উত্তর প্রদেশকে এই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।”
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “আমরা ভোকাল ফর লোকালের জন্য সোচ্চার, এক জেলা এক পণ্যের জন্য সব কিছু চেষ্টা করছি। সপা সরকারে এটি ছিল ”এক জেলা এক মাফিয়া”… যেহেতু যোগীজি ক্ষমতা গ্রহণ করেছেন সমগ্র পরিস্থিতি বদলে গিয়েছে।”