ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আসাম রাইফেলস জয়ে ফিরেছে। তবে এই জয়ের সুবাদে কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা তেমন উজ্জ্বল ঠেকছে না। কেননা প্রথম ম্যাচে নিউ হিন্দি স্কুলের কাছে ২৩ রানে পরাজয়ের পর গ্রুপ লীগের দ্বিতীয় তথা নিজেদের অন্তিম ম্যাচে প্রণবানন্দ বিদ্যামন্দিরের বিরুদ্ধে মাত্র ৮ রানের ব্যবধানের জয় আসাম রাইফেলস পাবলিক স্কুলের শিবিরে কিছুটা হতাশা বিরাজ করছে। এইচ গ্রুপের শেষ ম্যাচে প্রণবানন্দ স্কুলের বিরুদ্ধে ন্যূনতম জয় পেলেই নিউ হিন্দি স্কুল গ্রুপ চ্যাম্পিয়নের স্বীকৃতি পেয়ে যাবে। পক্ষান্তরে প্রনবানন্দ বিদ্যামন্দির যদি বিশাল ব্যবধানে জয় পায় তবে তারাও গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে। বুধবার দুপুরে বামুটিয়ার তালতলা স্কুল গ্রাউন্ডে ম্যাচ শুরুতে টস জিতে প্রণবাআনন্দ বিদ্যামন্দির প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিং এর আমন্ত্রণ পেয়ে আসাম রাইফেলস পাবলিক স্কুল সীমিত ২০ ওভারে চার উইকেটে ১৩২ রান সংগ্রহ করে। দলের পক্ষে যশ দেববর্মার অনবদ্য ব্যাটিং স্পটারদের নজর কেড়েছে। যশ ৫৭ বল খেলে সাতটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি মেরে অপরাজিত ভূমিকা ৬১ রান সংগ্রহ করে দলের স্কোর সমৃদ্ধ করার পাশাপাশি প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পায়। জবাবে ব্যাট করতে নেমে প্রনবানন্দ বিদ্যামন্দিরের অয়ন সরকার ও স্নেহাল দত্ত দারুণভাবে চেষ্টা করলেও শেষ রক্ষা করতে পারেনি। দুজনের রান আউট দলের পিছিয়ে পড়ার টার্নিং পয়েন্ট বলা যেতে পারে। জিৎ কুমার দাসও ১৬ রানে রান আউট হয়ে প্যাভেলিয়নে ফিরেছে। ৫ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করতেই সীমিত কুড়ি ওভার ফুরিয়ে যায়। আসাম রাইফেলস জয় পায় ৮ রানের ব্যবধানে।
2024-05-15