আগরতলা, ১৪ মে: আগামী ২ জুন বাবা লোকনাথের তিরোধান উৎসব। এরই উপলক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আজ লোকনাথ আশ্রম থেকে সাংবাদিক সম্মেলন করে একথা জানানো হয়েছে।
আগামী ১৯ জৈষ্ঠ্য রবিবার শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রক্ষ্মচারীর তিরোধান দিবস। প্রতি বছরের মতো এবছর ও লোকনাথ আশ্রমে উৎসব পালনের আয়োজন করা হয়েছে। এরই উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।
এদিন আশ্রমের পক্ষ থেকে রক্তদাতাদের উপস্থিত থাকার জন্য আবেদন জানানো হয়েছে। এছাড়া উৎসব উপলক্ষ্যে শ্রী শ্রী বাবা লোকনাথ মন্দিরে হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা

