নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৩ মে: উত্তর ত্রিপুরা জেলার শনিছড়া থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতদেহটির ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ঘটনার বিবরনে জানা যায়, স্থানীয় সূত্রের খবরের ভিত্তিতে ধর্মনগর মহকুমার শনিছড়া থেকে একজন অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে উত্তর জেলার আরক্ষা দপ্তর এবং অগ্নি নির্বাপক সংস্থা।
জানা যায় ধর্মনগর মহকুমাধীন শনিছড়া গ্রাম পঞ্চায়েতে সন্ধ্যার পর একটি অজ্ঞাত পরিচয় মহিলার দেহ পাওয়া যায়। ধর্মনগরের অগ্নিনির্বাপক বাহিনীর লোকেরা সেই মৃতদেহ নিয়ে এসে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে মর্গে রাখা হয়েছে। ধর্মনগর থানার পুলিশ জানিয়েছে ৭২ ঘন্টার মধ্যে কোন ধরনের পরিচয় জানা যায় কিনা তার চেষ্টা করে ম্যাজিস্ট্রেট পর্যায়ে নির্দেশ অনুযায়ী বৃদ্ধাকে অন্তেষ্টিক্রিয়া করা হবে।