কচুরিপানার দাপটে মেলা ঘরের রুদ্রসাগরে নৌকা চলাচল বন্ধ নীরমহলে গিয়ে পর্যটকরা হতাশ

বক্সনগর প্রতিনিধি, ১১ মে: এক পক্ষ কাল ধরে রুদ্রসাগর যাওয়ার মেন ঘাটে নৌকা চলাচল বন্ধ। ফলে দেশ-বিদেশ থেকে আগত পর্যটকরাএকরাশ  হতাশা এবং মনের মধ্যে ব্যাথা নিয়ে ফিরে যেতে হচ্ছে রাজ ঘাট থেকে।

গত বুধবার বিকালের দিকে ধনপুর কেন্দ্রের বিধায়ক বিন্দু দেবনাথ এবং তার বন্ধু বান্ধব নিয়ে নির্মলে পর্যটক হিসাবে  আসেন এবং সৌন্দর্য উপভোগ করার জন্য। তিনি রাজঘাটে এসে দেখেন নৌকা চলাচল বন্ধ বিভিন্ন লোকেদের সঙ্গে এবং ঘাটের কর্মকর্তারা তাদের সঙ্গে কথা বিধায়ক সাহেব জানতে পারেন কচুরিপানার দাপটে নৌকা চলাচল বন্ধ অর্থাৎ কচুরিপানা চুপ কাস্টে পুরো নৌকা চলাচলের জলাশয়ের রাস্তা চতুর্দিকে ঘিরে ফেলেছে যার কারণে নৌকা চলাচল বন্ধ। 

তিনি এই খবর শুনা মাত্র এক প্রকার ক্ষোভ প্রকাশ করে সঙ্গে সঙ্গে মোবাইলের মাধ্যমে পর্যটক অধিকতার সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করেন। কিভাবে কচুরিপানা সরিয়ে নিরমহলে প্রবেশ করা যায় তার বন্দোবস্ত যথাযথভাবে স্বাভাবিক করার জন্য। গত ২৭ এপ্রিল দুপুর থেকে রুদ্রসাগরে কচুরিপানার আক্রমণে নৌকা চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু পর্যটন দপ্তর এবং  রুদ্রসাগর  সমবায় সমিতির পক্ষ থেকেআগাম কোন মাইকিং করা হয়নি কচুরিপানার কারণে রাজঘাট থেকে নির্মলে যাওয়ার জন্য নৌকা চলাচল বন্ধ। পর্যটকরা নীরমহলে প্রবেশ করতে পারছে না নৌকা চলাচলা বন্ধের কারণে। নীরমহল পর্যটন কেন্দ্রের  ইতিহাসে এই প্রথম ঘটনা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *