আগরতলা, ১১ মে: ত্রিপুরা জাতীয় লোক আদালতে আজ শনিবার ১০,১৪৭ টি মামলার নিষ্পত্তি হয়েছে। তাতে ২ কোটি ২৩ লক্ষ ৪৪ হাজার ৭৩৮ টাকা আদায় হয়েছে। প্রসঙ্গত, আজ ত্রিপুরায় এ বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়েছে।
এই লোক আদালতে মোট ৪২ টি বেঞ্চে ১৭৯৩৮ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়েছিল। এর মধ্যে বকেয়া মামলা ছিল ১৩৮৬৪টি। এছাড়া আদালতে বিচারাধীন ৪০৭৪ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়েছে।