আগরতলা, ৬ মে : ভারতরত্ন সংঘের সাধারণ সম্পাদক হত্যাকাণ্ডে বীর চক্র ঘোষকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানার পুলিশ। তিনি নিগো মাফিয়া হিসেবে পরিচিত রয়েছেন। কলকাতার মুকুন্দপুর থেকে গ্রেফতার করে আজ আগরতলায় আনা হয়েছে।
জানা গিয়েছে, ভারতরত্ন সংঘের সাধারণ সম্পাদক হত্যাকাণ্ডে আরো একজনকে গ্রেফতার করলো এয়ারপোর্ট থানার পুলিশ। আগরতলার শালবাগান হাতিপাড়ায় দুর্গা প্রসন্ন দেব হত্যাকাণ্ড পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে বীর চক্র ঘোষকে। রবিবার বিকেলে এয়ারপোর্ট থানার পুলিশের একটি দল কলকাতা পুলিশের সহায়তায় বীরচন্দ্র ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রসঙ্গত, ধৃত বীরচক্র ঘোষের(৪৬) বাড়ি উষাবাজার ছিনাইহানি এলাকায়। তিনিও নিগো মাফিয়া হিসেবে পরিচিত রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা রাতে শালবাগান হাতিপাড়ায় গুলি করে খুন করা হয়েছিল ভারতরত্ন সংঘের ক্লাব সেক্রেটারি দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকিকে। এই খুনের পরই বীর চক্র ঘোষ কলকাতায় পালিয়ে গিয়েছিল। পুলিশ তার খোঁজখবর করে গতকাল কলকাতা থেকে তাকে গ্রেফতার করেছে।