রায়বরেলি, ৩ মে (হি.স.): মা সোনিয়া গান্ধী, বোন প্রিয়ঙ্কা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে সঙ্গে নিয়ে শুক্রবার দুপুরে রায়বরেলির জেলাশাসকের দফতরে গিয়ে মনোনয়ন জমা দিলেন রাহুল গান্ধী। তাঁর মনোনয়ন উপলক্ষে রায়বরেলিতে হাজির ছিলেন প্রিয়ঙ্কার স্বামী রবার্ট বঢরাও।
শুক্রবার সকালেই কংগ্রেসের তরফে ঘোষণা করা হয়, আমেঠির প্রাক্তন সাংসদ রাহুল এ বার লড়বেন লাগোয়া লোকসভা আসন রায়বরেলিতে। যা নিয়ে ইতিমধ্যেই তাঁকে রাজনৈতিক ভাবে নিশানা করেছে বিজেপি। তাদের দাবি, রায়বরেলিতে রাহুল পরাজিত হবেন। প্রধানমন্ত্রী মোদীকেও চ্যালেঞ্জ ছুড়েছে কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, রাহুল উত্তর প্রদেশ থেকে তিন বার এবং কেরল থেকে একবার সাংসদ হয়েছেন। মোদীজি কেন দক্ষিণ থেকে ভোটে লড়ার সাহস পান না।