প্রস্তুতি চূড়ান্ত : আগামীকাল থেকে টিসিএ-র সন্তোষ স্মৃতি এ ডিভিশন লীগ ক্রিকেট শুরু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রস্তুতি পর্ব প্রায় চূড়ান্ত। ‌ রাত পোহালেই শুরু হচ্ছে এবারকার সন্তোষ মেমোরিয়াল এ ডিভিশন লিগ ক্রিকেট টুর্নামেন্ট। অন্যান্য বারের মতো এবারও সন্তোষ মেমোরিয়াল এ ডিভিশন লীগ ক্রিকেটে আটটি দল অংশ নিচ্ছে। ক্লাব দলগুলো হলো বনমালীপুর ক্রিকেট ক্লাব বা বিসিসি, চলমান সংঘ, কসমোপলিটন, হার্ভে, মৌচাক, ওল্ড প্লে সেন্টার বা ওপিসি, পোলস্টার এবং ইউনাইটেড বি এস টি। এমবিবি স্টেডিয়াম, পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ড এবং টি আই টি গ্রাউন্ড – খেলা হবে এই তিনটি গ্রাউন্ডেই। আগামীকাল থেকে টুর্নামেন্ট শুরু করে একদিন অন্তর অন্তর তিন মাঠে তিনটি করে ম্যাচ রাখা হয়েছে। তবে শেষদিকে পরপর দুইদিন দুটি করে ম্যাচ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। খেলা হবে সিঙ্গেল লীগ প্রথায় মোট ২৮ টি।‌ প্রতিদিন সকাল পৌনে নয়টা থেকে ম্যাচ শুরুর সময় ধার্য রয়েছে। ‌টিসিএ থেকে ঘোষিত ক্রীড়া সূচি অনুযায়ী ৫ মে এমবিবি স্টেডিয়ামে কসমোপলিটন খেলবে ইউনাইটেড বিএসটি-র বিরুদ্ধে। পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে পোলস্টার ও ওপিসি পরস্পরের মুখোমুখি হবে। টিআইটি গ্রাউন্ডে মৌচাক খেলবে হার্ভে-এর বিরুদ্ধে। পরদিন বিরতি কাটিয়ে ৭ মে, পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে কসমোপলিটন ও মৌচাক পরস্পরের বিরুদ্ধে খেলবে। এমবিবি স্টেডিয়ামে চলমান সংঘ খেলবে পোলস্টারের বিরুদ্ধে।‌ টিআইটি গ্রাউন্ডে বনমালীপুর ক্রিকেট ক্লাব ও ইউনাইটেড বিএসটি পরস্পরের মুখোমুখি হবে। ৯ মে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে মৌচাক খেলবে ইউনাইটেড বিএসটি-র বিরুদ্ধে। এমবিবি স্টেডিয়ামে চলমান সংঘ ও ওল্ড প্লে সেন্টারের খেলা। টিআইটি গ্রাউন্ডে বনমালীপুর ক্রিকেট ক্লাব ও হার্ভে পরস্পরের মুখোমুখি হবে। ১১ মে এমবিবি স্টেডিয়ামে কসমোপলিটন খেলবে পোলস্টারের বিরুদ্ধে। টিআইটি গ্রাউন্ডে চলমান সংঘ ও বনমালীপুর ক্রিকেট ক্লাবের খেলা। পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে হার্ভে ও ওল্ড প্লে সেন্টার পরস্পরের মুখোমুখি হবে।