আগরতলা, ৩ মে : তীব্র গরমের কিছুটা স্বস্তি দিতে পথ চলতি মানুষদেরকে আগরতলা পুর নিগমের উদ্যোগে জলছত্রের আয়োজন করা হয়েছে। আজ ৭রামনগর ৩৬ নং ওয়ার্ড এর পক্ষ থেকে দশমীঘাট মহাবীর ক্লাবের সামনে পথ চলতি মানুষের মধ্যে ঠান্ডা পানীয়, তরমুজ সহ নানা জলযুক্ত ফল বিনামূল্যে বিতরণ করছে। এদিন উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কাউন্সিলর নিতু দে, সহ অন্যান্যরা।
এদিন মেয়র বলেন, সারা রাজ্যের সাথে আগরতলা ও তীব্র দাবদাহে জ্বলছে। এই গরমকে উপেক্ষা করে কাজ করে যাচ্ছে সাধারণ মানুষ। তাই গরম থেকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য পথ চলতি মানুষের মধ্যে ঠান্ডা পানীয় জল, সহ তরমুজ বিতরণ করা হচ্ছে।