বাচ্চা শিশু নিয়ে ভাইরাল সিআরপিএফ ১২৪ নং ব্যাটালিয়নের জওয়ান, সংবর্ধনা জ্ঞাপন

আগরতলা, ২৭ এপ্রিল : বাচ্চা শিশু নিয়ে ভাইরাল হলেন সিআরপিএফ ১২৪ নং ব্যাটালিয়নের জওয়ান।নিজের দায়িত্ব ও কর্তব্য পালনের পাশাপাশি ভোট দিতে আসা এক মহিলার সন্তানকে কোলে নিয়ে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন জওয়ান। তাঁর এই কাজের জন্য রাজ্য পুলিশ প্রশাসন থেকে শুরু করে সিআরপিএর পক্ষ থেকে ওই সিআরপিএফ জওয়ানকে শনিবার সংবর্ধনা প্রদান করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, ভোটদানে আসা এক মায়ের কাছ থেকে শিশুকে কোলে নিয়ে মানবিকতার নিদর্শন সৃষ্টি করলেন মন্টু বোরা নামের সিআরপিএফের ১২৪ নং ব্যাটেলিয়ানের হেড কনস্টেবল। তার বাড়ি অসমের বরপেটায় । দেশের জওয়ানরা যে শুধু নিরাপত্তার কাজে নয় মানবিকতা এবং সামাজিকতা নিয়োজিত রয়েছেন, সেদিন সেটাই পরিচয় দিলেন জোয়ান মন্টু বোরা।
গত ২৬ শে এপ্রিল পূর্ব ত্রিপুরা সংসদীয় ক্ষেত্রে নির্বাচনে চলাকালীন সময়ে এই জওয়ান কর্তব্যরত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার ৫৭ নং বিধানসভা ৩৩ নং বুথ কেন্দ্রের উপ্তাখালি পঞ্চায়েত অফিসে। এক সময়ে ভোট দানের জন্য লম্বা লাইন পড়ে মহিলাদের। সেই সময় একজন মা তার শিশু সন্তানকে কোলে নিয়ে প্রচন্ড গরমে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটদান করতে গিয়ে দারুন অসুবিধার সম্মুখীন হন। আর সেই মায়ের অসুবিধা দেখে এগিয়ে যান ১২৪ নং ব্যাটেলিয়ানের হেড কনস্টেবল মন্টু বোরা । তিনি শুধু এগিয়ে গিয়ে থেমে থাকেননি। তিনি সেই মায়ের কোলের শিশুকে নিজের হেফাজতি নিয়ে রাখেন। একহাতে বন্দুক নিয়ে নিরাপত্তার কাজ সামলানোর পাশাপাশি অন্য হাতে অপর এক মায়ের শিশুকে কোলে নিয়ে তার সুরক্ষা প্রদান করে মানবিকতার এবং দেশাত্মবোধের দুইয়ের নজীর সৃষ্টি করলেন। সেই মা ও নির্ভয়ে শিশুকে জওয়ানের কোলে দিয়ে স্বাচ্ছন্দতার সহিত ভোট দান করে আসেন।

প্রায় সাড়ে পাঁচ মিনিট অতিক্রান্ত হওয়ার পর মহিলা ভোট দিয়ে এসে তার বাচ্চাটিকে পুনরায় নিজের কোলে নেন। আর সিআরপিএফ জোয়ানের কোলে ওপর এক মায়ের শিশু সন্তানের ছবি বিভিন্ন সামাজিক মাধ্যম ও পত্রপত্রিকায় প্রকাশিত হওয়ায় ১২৪ নং ব্যাটালিয়নের ডিআইজি এবং কমান্ডেন্ট মুকেশ ত্যাগী তাকে কুর্নিশ জানান। শুধু তাই নয় আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশেষ সম্মাননা পুরস্কারে ভূষিত করেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। এই উপলক্ষে উত্তর জেলা আরক্ষা দপ্তরে জেলা পুলিশ সুপার এবং সিআরপিএফ ১২৪ ব্যাটালিয়ন কমান্ডেন্ট মুকেশ ত্যাগী উপস্থিতে সাংবাদিক সম্মেলন করে হেড কনস্টেবল মন্টু বোরার হাতে সংবর্ধনা ও মোমেন্টো তুলে দেন ।

পুলিশ সুপার জানিয়েছেন, নিরাপত্তা দায়িত্বে থাকা কর্মীরা নিরাপত্তা ছাড়াও সামাজিক কাজে এগিয়ে আসে তারই নজিরবিহীন ঘটনা এটা। সিআরপিএফ ১২৪ নং ব্যাটেলিয়ান কমান্ডেন্ট মুকেশ ত্যাগী সাংবাদিক সম্মেলনে বলেন, সিআরপিএফ জোয়ানরা শুধুমাত্র নিরাপত্তার দিকে থাকে না তারা বিভিন্ন সামাজিক কাজেও এগিয়ে আসে, তাকে যাতে ডিজি ডিক্স পুরস্কার প্রদান করা তার জন্য তিনি অনুরোধ জানাবেন উপর মহলের কর্মকর্তাদের |